অস্ট্রিয়ার প্রেসিডেন্টকে কামড়ে দিল মলদোভার প্রেসিডেন্টের কুকুর

:: পা.রি. ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১২ মাস আগে

মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দুরের পোষা কুকুর সফররত অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডের বেলেনের হাতে কামড় দিয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স।

অস্ট্রিয়ার নেতা অবশ্য বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন। তিনি পরে উত্তেজিত কুকুরছানাটিকে একটি খেলনা দিয়েছেন।

মোলদোভার সংবাদমাধ্যম জানিয়েছে, মলদোভার প্রেসিডেন্টের বাসভবনের আঙ্গিনায় হাঁটছিলেন মাইয়া সান্দুর এবং এবং ভ্যান ডের বেলেন। ওই সময় ভ্যান ডের কুকুরটিকে আদর করার চেষ্টা করেছিলেন। ওই সময় কডরুট নামের কুকুরটি ভ্যান ডেরের হাতে কামড় বসিয়ে দেয়।

প্রেসিডেন্ট সান্দুর এ ঘটনায় ক্ষমা চেয়েছেন। তিনি জানিয়েছেন, আশেপাশে বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে কুকুরটি ভয় পেয়ে গিয়েছিল।

শুক্রবার ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে প্রেসিডেন্ট ভ্যান ডের বেলেন বলেছেন, ‘যারা আমাকে চেনেন তারা সবাই জানেন যে আমি একজন বড় কুকুরপ্রেমী এবং তার উত্তেজনা বুঝতে পারি।’