এমনিতে বড্ড শান্ত-শিষ্ট স্বভাবের মানুষ লিওনেল মেসি। মাঠ ও মাঠের বাইরে নম্র-ভদ্র হিসেবেই ব্যাপক পরিচিতি তার। তবে সাম্প্রতিক সময়ে মাঠে মাঝেমধ্যেই মেজাজ হারাতে দেখা গেছে তাকে। গতরাতেও যার দেখা মিললো আরেকবার।
প্রতিপক্ষ উরুগুয়ের ডিফেন্ডার মাতিয়াস অলিভেরার গলা চিপে ধরতে দেখা গেছে মেসিকে।
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গত রাতে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর এটিই প্রথম হার আলবিসেলেস্তেদের। তবে হারের ক্ষোভে নয়, ম্যাচের ১৯ মিনিটেই হাতাহাতি জড়ায় দুই দলের ফুটবলাররা।
ঘটনা রদ্রিগো ডি পলকে নিয়ে। অলিভেরার সঙ্গে বাদানুবাদে জড়ান এই আর্জেন্টাইন মিডফিল্ডার। পরে মেসি এসে শারীরিক আক্রমণ শুরু করেন। প্রথমে কনুই দিয়ে আঘাতের পর অলিভেরার গলা চিপে ধরতে দেখা যায় তাকে। পাল্টা আক্রমণ করতে চান অলিভেরাও। তবে দুই দলের বাকি ফুটবলাররা পরিস্থিতি ঠাণ্ডা করেন।
ম্যাচের পর মেসি মাঠের এ ঘটনা নিয়ে মুখ খুলেছেন। আর্জেন্টাইন অধিনায়ক জানিয়েছেন, উরুগুয়ের কম বয়সী ফুটবলাররা তাদের অসম্মান করে কথা বলেছেন। তিনি বলেন, “আমি আসলে এই বিষয়ে কিছু বলতে চাই না। আমার মতে, ছোটদের শেখা উচিত কীভাবে বড়দের সম্মান করতে হয়। আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচ সব সময়ই কঠিন হয়। কিন্তু সম্মান রেখেই বলছি, তাদের কিছু শেখার আছে। ”
বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। সেই ম্যাচের আগে এমন হারকে কীভাবে দেখছেন? এমন প্রশ্নে মেসি বলেন, “আমরা হেরেছি, এটা হতেই পারে। আমাদের উঠে দাঁড়াতে হবে, ব্রাজিলের বিপক্ষে ভালো খেলতে হবে। ব্রাজিল ম্যাচ-এটার সম্পূর্ণ আলাদা ম্যাচ, অনেক ইতিহাস আছে।”