ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও যুবদলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মিরাজকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনির বিরুদ্ধে এ অভিযোগ আনেন। রিজভী বলেন, বুধবার ভোর রাতে হোটেল আমারির উল্টো পাশের বিল্ডিং থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তুলে যায়।
রিজভী বলেন, রাত পৌনে চারটার দিকে তাদের তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।
এ সময় আমিনুল হকের গাড়ি চালক ও পল্লবী থানা যুবদল নেতা পল্লবকেও তুলে নিয়ে যায় তারা।
এর আগে বুধবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, ২৮ তারিখের সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের লোকেরা হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রমাণিত হয় তিনি নানা ধরনের ফন্দি করে আবারও ভোটারবিহীন একতরফা নির্বাচন করতে চান।