জসিমননেছা উচ্চ বিদ্যালয়ের ‘বন্ধু পরিষদ ৯২’ এর পূর্ণমিলনী অনুষ্ঠিত

:: পা.রি. ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ বছর আগে

গোপালগঞ্জের মুকসুদপুরের জসিমননেছা উচ্চ বিদ্যালয়ের ‘বন্ধু পরিষদ ৯২’ এর পূর্ণমিলনী ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিমননেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এবং ৪নং খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাব্বির খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ‘বন্ধু পরিষদ ৯২’ এর সদস্য, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য, বিশিষ্ট শিক্ষা সংগঠক, ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ বরিশাল’র উদ্যেক্তা পরিচালক শওকত হোসেন খান (মনির)। একই সঙ্গে তিনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আসাদুজ্জামান শেখ।

উক্ত অনুষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচি, শিক্ষকদের সম্মাননা হিসেবে উত্তরীয়, শালসহ অন্যান্য উপহার বিতরণ এবং অবসরপ্রাপ্ত অসুস্থ শিক্ষককে নগদ অর্থ প্রদান করা হয়।

এ ছাড়াও বন্ধু পরিষদ ৯২’এর সকল সমস্যদের উপস্থিতিতে প্রানবন্ত আড্ডা, গান, কূপন উৎসব সহ নানা আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠান সমাপ্ত হয়।

প্রসঙ্গত, ‘বন্ধু পরিষদ ৯২’ এর সহযোগিতায় অসুস্থ শিক্ষকদের চিকিৎসার ব্যবস্থাসহ নগদ অর্থ প্রদান করা হয়, এবং বন্ধু -বন্ধুদের পরস্পর বিপদ আপদে সাহায্যের হাত বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।