মালদ্বীপে বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মালদ্বীপ শাখা বিএনপির উদ্যোগে রাজধানী মালের হোটেল মেলো মিলের পার্টি হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান।
আয়োজিত সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করা হয়।
প্রধান অতিথি খলিলুর রহমান তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।পাশাপাশি বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের মানুষের গনতন্ত্র প্রতিষ্ঠা, সাধারন জনগনসহ সকলের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী আন্দোলন কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান তিনি।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সি-সহ সভাপতি মেহের মিয়া রানা, সহ-সভাপতি,মো:ফারুক হোসেন, মো. এরশাদ হোসাইন, মো, রহিম মিয়া, মো. মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
নৈশভোজ পূর্ব কেক কাটার শহীদ জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সহ বিশ্ব মুসলিম উম্মাহের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহজী ,সহ প্রচার সম্পাদক মো. হালিম ভূইয়া, মো. করিম রানা, মো. নুরুল ইসলাম তারা, মো. পিয়াস ইসলাম, মো. নাজমুল, মো. সিয়াব সহ দপ্তর সম্পাদক, ক্রিয়া সম্পাদক মো. মামুন, মো. সালাম গাজী, মো. মাসুম, কোষাধ্যক্ষ আব্দুল কাদের রফিকুল ইসলাম, মো. হারুন, শাহিন, জাহিদুল ইসলাম, আনাস, মো. ইসরাফিল, মো. নাসির সরকার, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফ হোসেন, মো. জাকির হাওলাদার, যুবদল নেতা আরিফুল ইসলামের নেতৃত্বে যুবদলের সকল নেতাকর্মীরা।
মালদ্বীপ/ মোহাম্মদ মাহামুদুল/ ২ সেপ্টেম্বর ২০২৩ ইং।