সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ কমেছে

:: সিলেট ব্যুরো ::
প্রকাশ: ১ বছর আগে

চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পাশের হার ৭৬দশমিক ৬ শতাংশ। অন্যান্য বছরের তুলনায় এই বোর্ডের পাশের হার ও সর্বোচ্চ জিপিএ -৫ পিছিয়ে রয়েছে। পাশের হার ও জিপিএ-৫ কম থাকায় গণিতে প্রশ্ন কঠিন হওয়া ও ইংরেজিতে দুর্বলতার কারণে এসএসসি ফলাফল ভেঙে পড়েছে।

শুক্রবার (২৮ জুলাই, ২০২৩) সকাল ১১টায় সিলেট শিক্ষাবোর্ডের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের এসএসসি’র ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল।

বোর্ডের তথ্যানুসারে, ২০২৩ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১ লাখ ১০ হাজার ৪১২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ১ লাখ ৯ হাজার ৫৩২ জন পরীক্ষার্থী। তিন বিভাগের মধ্যে বিজ্ঞান বিভাগে অংশগ্রহন করে ২৩ হাজার ১৩৫ পরীক্ষার্থী। মানবিক বিভাগে ৭৯ হাজার ২৯৩ পরীক্ষার্থী আর বাণিজ্যিক বিভাগে ৭ হাজার ১৪৮ পরীক্ষার্থী।

জিপিএ ছয় ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরি জিপিএ-৫ পেয়েছে এবছর ৫ হাজার ৪৫২ পরীক্ষার্থী। তার মধ্যে ছেলেরা পেয়েছে সর্বোচ্চ জিপিএ-৫ ২হাজার ৪৭০ জন আর মেয়েরা পেয়েছে ২ হাজার ৯৮২ জন। যা ছেলেদের তুলনায় সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ এর মেয়েরা এগিয়ে রয়েছে।

বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় পাশ করেছে ৩২ হাজার ৩৯৯ পরীক্ষার্থী। তার মধ্যে ছেলে ১৭ হাজার ১৬৩ জন আর মেয়ে ২৩ হাজার ৯৬১ পরীক্ষার্থী। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬১৯ শিক্ষার্থী। হবিগঞ্জ জেলায় পাশ করেছে ১৫ হাজার ১৩১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছেলে ৫ হাজার ৯৯৭ শিক্ষার্থী আর মেয়ে ৯ হাজার ১৩৪ জন শিক্ষার্থী। এ জেলায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে ৯৭৯ জন শিক্ষার্থী।

মৌলভীবাজার জেলায় পাশ করেছে ১৮ হাজার ৫৩ জন শিক্ষার্থী। তারমধ্যে ছেলে ৭ হাজার ৮২ জন শিক্ষার্থী আর মেয়ে ১০ হাজার ৯৭১ জন শিক্ষার্থী পাশ করেছে। এ জেলায় সর্বোচ্চ জিপিএ -৫ পেয়েছে ১হাজার ১৯৮জন শিক্ষার্থী।

সুনামগঞ্জ জেলায় পাশ করেছে ১৭ হাজার ৭২৩ জন শিক্ষার্থী। তার মধ্যে ছেলে ৭ হাজার ৩০২ জন আর মেয়ে ১০ হাজার ৪২১ জন শিক্ষার্থী। এ জেলায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে ৬৫৬ জন শিক্ষার্থী।

বিগত কয়েক বছরের তুলনায় এবছর সিলেট শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল প্রায় ধ্বসে পড়েছে। বিগত ৫ বছরের পরিসংখ্যানে পর্যালোচনা করে দেখা যায় যে, ২০১৯ সালে সিলেট শিক্ষাবোর্ডের এসএসসির ফলাফল তেমন একটা ভালো ছিলো না বহু কারণে। যার ফলে সে বছর গড়ে দাঁড়ায় ৭০ দশমিক ৮৩ শতাংশ। পরের বছর ২০২০ সালে উত্তীর্ণ হয়ে দাঁড়ায় ৭৮ দশমিক ৭৯ শতাংশ। ২০২১ সালে গড় দাঁড়ায় ৯৬ দশমিক ৭৮ শতাংশ। ২০২২ সালে গড় দাঁড়ায় ৭৮ দশমিক ৮২ শতাংশ এবং সর্বশেষ ২০২৩ সালে এসএসসি’র গড় দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৬ শতাংশ।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল জানান, কয়েকটি কারণে এবার রেজাল্ট খারাপ হয়েছে। গণিত বিষয়ে সবচেয়ে কঠিন প্রশ্নপত্র পেয়েছে সিলেট বোর্ড। যা রেজাল্টে প্রভাব ফেলেছে। বোর্ডে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষার্থী আছেন ৩০ হাজারের কিছু বেশি আর মানবিক বিভাগে শিক্ষার্থী রয়েছেন ৭৯ হাজারের বেশি। মানবিক বিভাগে পাসের হার ৭০ দশমিক ৮৩ শতাংশ হওয়ায় বিভাগে পাসের হার কমেছে। গণিতের পাশাপাশি ইংরেজি বিষয়ে ভালো না করায় সিলেট শিক্ষা বোর্ডের রেজাল্ট অনেক পিছিয়ে আছে। আগামীতে এসব বিষয়ে উন্নতি করার সব ক্ষেত্রে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি জোরদার দেওয়া হবে।

সিলেট/ অমিতা সিনহা/ ২৮ জুলাই ২০২৩ ইং।