ক্যাম্পাস অ্যাম্বাসেডর:
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নুর পলাশ নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়াশোনা করতেন।
সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর বনানি ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বুয়েট শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ’বুয়েটিয়ান’ – এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এর আগে, গত ৪ নভেম্বর রাজধানীর ডেমরা থেকে নিখোঁজ হন বুয়েট শিক্ষার্থী ফারদিন নুর পলাশ। পরদিন তার বাবা নূরউদ্দিন রানা রাজধানীর রামপুরা থানায় একটি জিডি (নম্বর-২৮১) করেন।
সন্তানের খোঁজ চেয়ে ফেসবুকে একটি পোস্টও করেন নূরউদ্দিন রানা। সেখানে তিনি বলেন, ফারদিন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের-১৮তম ব্যাচের শিক্ষার্থী। শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার আগে তাকে শেষবার রামপুরা ব্রিজ এলাকায় দেখা যায়। ওই দিন রাত পৌনে ১১ থেকে ১১টার মধ্যে ফারদিন সেখানে অবস্থান করছিলেন। এরপর তার বুয়েটের হল কিংবা বাসায় ফেরার কথা ছিল। কিন্তু সে ফেরেনি।