পানাম সিটিতে সাংস্কৃতিকধারার সাউন্ডবাংলা-পল্টনাড্ডা অনুষ্ঠিত

:: পা.রি. রিপোর্ট ::
প্রকাশ: ২ years ago

ঐতিহ্যবাহী পানাম সিটিতে জাতীয় সাংস্কৃতিকধারার সাউন্ডবাংলা-পল্টনাড্ডা-১৪৪ অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ‘এখানে জিন্দাবাদ ভাড়া পাওয়া যায়’ খ্যাত কবি আরিফ মঈনুদ্দীন। মোমিন মেহেদী ও শান্তা ফারজানা নিবেদিত দিনব্যাপী কবিতা-গান ও কথার আয়োজনে লেখা পাঠে অংশ নেন কবি মমতাজ মেহমুদ, কবি-গীতিকার-শিল্পী গোলাম নবী পান্না, কবি-ছড়াকার আলতাফ হোসেন রায়হান, ‘পুড়ে যাবে এ শহর’ খ্যাত কবি নার্গিস চমন, কন্ঠশিল্পী সঙ্গীতা, কবি বশির উদ্দীন, কায়েস সজীব, কন্ঠশিল্পী মোনালিসা, আবৃত্তিশিল্পী ঈশিতা, সেভ দ্য রোড-এর সদস্য সুলতানা রাত্রী, অনলাইন প্রেস ইউনিটির সদস্য আল আমিন মুন্না, শ্রীমতি সুমী প্রমুখ। ‘তেলেসমাতির ছড়া’র জনক কবি-ছড়াকার চঞ্চল মেহমুদ কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন শেষে সেরা লেখক নির্বাচন ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

সেরা লেখক প্রতিযোগিতায় প্রথম কন্ঠশিল্পী গোলাম নবী পান্না, দ্বিতীয় মমতাজ মেহমুদ, তৃতীয় কবি বশির উদ্দীন, চতুর্থ(যৌথ) কবি আলতাফ হোসেন রায়হান ও কবি সঙ্গীতা। র‌্যাফেল ড্র বিজয়ী হোন কবি কায়েস সজীব, কবি আরিফ মঈনুদ্দীন, সুলতানা রাত্রীসহ উপস্থিত সকলে শুভেচ্ছা পুরস্কার পান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় সাংস্কৃতিকধারার পক্ষ শান্তা ফারজানা বলেন, স্বপ্নালোক চলতি সংখ্যায় লেখা আহবান করা হয়েছে। লেখা পাঠাতে হবে সুতুনি ফ্রন্টে mominmahadi@gmail.com প্রকাশিত লেখার মধ্য থেকে শ্রেষ্ঠ ১০ লেখক পাবেন স্বপ্নালোক-এর বিশেষ পুরস্কার।