ওরাও মানুষ

::
প্রকাশ: ২ years ago

হ‍্যাঁ, আমি ওদের কথাই বলছি, যারা সমাজে হিজড়া বলে পরিচিত। এ কেমন সমাজ ব‍্যবস্থা? জন্মের পর একটু বড় হওয়ার সাথে সাথে পরিবার-পরিজন সবাইকে ছেড়ে চলে যেতে হয় অন‍্য সমাজে। এটা কি প্রকৃতির নিয়ম, না মনুষত্বের সৃষ্টি?

সমাজের আর দশটা সাধারণ মানুষের মতো ওরা কেনো বেড়ে উঠতে পারে না? মা-বাবা, ভাই-বোনদের স্নেহ ভালোবাসা থেকে কেনো ওদের বঞ্চিত হতে হয়? পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে রয়েছে ওদেরও অধিকার। আমরা নিজেদের মানুষ মনে করি, কখনো ভেবে দেখেছি- ওরাও আমাদের মতো মানুষ, কারো সন্তান, কারো বোন। একটি বার ভাবুন তো ওদের মতো যদি আমরা হতাম বা আমাদের কোনো সন্তান, কোনো বোন এমন হতো, তাহলে কেমন হতো? পরিবার-পরিজন ছেড়ে পথে ঘাটে অবহেলায়, অনাদরে ওরাও বড় হতো। একজন জন্মদাত্রী মা-ই কেবল অনুভব করেন সেই কষ্টটা। এটা যে কতটা হৃদয় বিদারক সেটা কেবল ভুক্তভোগী মা-ই বোঝেন।

পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আমরা সব সময় সরকারকে দোষারূপ করি, সরকার কেনো ওদের জন‍্য কিছু করে না। সরকার ব‍্যবস্থা নিলেই তো সব হয়। হ‍্যাঁ, হয়তো হয়। আমি বলতে চাই, সরকারের দিকে না তাকিয়ে আমরা নিজেরা নেতিবাচক মনোভাব পরিবর্তন করে ওদের প্রতি ইতিবাচক হই, তাহলে তো মুহুর্তেই সব ঠিক হয়ে যায়। তবেই শিশুকাল থেকেই সুন্দর পরিবেশে ওরা বেড়ে উঠবে, মননশীলতা বৃদ্ধি পাবে। আমরাও একটি সুন্দর সমাজ ব‍্যবস্থা পাব।

দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এখন সময় এসেছে সমাজে ওদের প্রতিষ্ঠিত করার। অন‍্য দশজনের মতো পরিবারের সকল সদস‍্যর সাথে সাধারণভাবে জীবন-যাপনের অধিকার নিশ্চিত করার। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করার।

আসুন, ওদের অবহেলা, অবজ্ঞা না করে সমাজের মূলধারায় সম্পৃক্ত করি। মেধাবিকাশের মাধ‍্যমে দেশের সম্পদ হিসেবে গড়ে তোলে দেশকে উন্নয়নের দিক এগিয়ে নিয়ে যাই। সুযোগ পেলে প্রমাণ করে দিবে-ওরা দেশের বোঝা নয়, সম্পদ। যার বাস্তব উদাহরণ হিজড়া সম্প্রদায় থেকে প্রথম নির্বাচিত ইউনিয়ন পরিষদ (ঝিনাইদহের কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়ন) চেয়ারম‍্যান জনাব নজরুল ইসলাম রিতু, জাতীয় পর্যায়ে নৃত‍্য শিল্পী জনাব রানী চৌধুরী, উন্নয়ন কর্মী জনাব লিনিয়া শাম্মী, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জনাব বিপুল বর্মণ। যারা কাজ করে সমাজ জীবনে ও পেশাগত জীবনে সাফল‍্য পেয়েছেন।

লেখক: মো. নবী আলম, উন্নয়ন কর্মী ও সাংবাদিক।


আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।

গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net