পাবলিক রিঅ্যাকশন ডেস্ক:
নব্বই দশকে জনপ্রিয় অভিনেতা মিশফাক আমহদ চৌধুরী মিশু না ফেরার দেশের পাড়ি জমালেন।
শনিবার (৫ নভেম্বর) ভোরে সিলেট শহরের রায়নগরের নিজ গৃহে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর বয়স।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সিলেটে তিনটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এরপর তিনি বাড়ি ফিরেন। শনিবার ভোরে শারীরিক অসুস্থ্যতা দেখা দিলে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দেশের খ্যাতি ছড়ানো এই গুণী অভিনেতা ও মডেল মিশুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে সিলেটের সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
অভিনেতা মিশু শুধু মানুষের মনে অভিনয় দিয়ে জায়গা করেননি। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন ও একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত সিলেট মহানগর জাসদের সভাপতি ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি ছিলেন তিনি।
২০১৬ সাল থেকে তিনি সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতির দায়িত্বপালন করছিলেন। করোনাকালীন এবং সিলেটের ভয়াবহ বন্যায় সংস্কৃতিকর্মীদের কলের গাড়ির মাধ্যমে খাদ্য ও ত্রাণ সহায়তার অন্যতম উদ্যোক্তা ছিলেন মিশু।
মিশুর অকাল মৃত্যুতে সিলেটের সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার বাদ মাগরিব নামাজের জানাজা শেষে হযরত শাহজালাল (রহ.) দরগা গোরস্থানে দাফন করা হয়।