রোজা রাখা কাদের জন্য ঝুঁকিপূর্ণ

:: পা.রি. ডেস্ক ::
প্রকাশ: ২ years ago

বেশিরভাগ রোগী রোজা রাখতে পারবেন। কিন্তু কিছু কিছু রোগীর জন্য রোজা কিছুটা ঝুঁকির কারণ হতে পরে। যাদের হঠাৎ করে লিভার প্রদাহ বেড়ে যায়, জন্ডিস বৃদ্ধি পায়, বমি হয় বা খেতে পারে না— এসব রোগীদের রোজা রাখলে পানিশূন্যতা তৈরি হতে পারে। এজন্য আমরা তাদেরকে রোজা রাখার বিষয়ে অনুৎসাহিত করি।

এ ছাড়া যেসব রোগী দীর্ঘদিন ধরে জটিলতায় ভুগছেন, যাদের পেটে পানি চলে আসছে, দীর্ঘ ডায়ালাইসিস করতে হচ্ছে, তাদের জন্যও রোজা রাখা ঝুঁকিপূর্ণ। অবশ্য লিভার ক্যানসারের রোগীদেরও রোজা রাখার বিষয়ে আমরা নিরুৎসাহিত করে থাকি।

পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তবে যারা ফ্যাটি লিভারের রোগী এবং ডায়াবেটিসে আক্রান্ত, রোজা তাদের জন্য খুবই উপকারী। রমজানের বাইরেও তারা মাঝেমধ্যে রোজা রাখলে শরীরের জন্য ভালো হবে। যারা হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি রোগে আক্রান্ত, তাদের জন্যও রোজা উপকারী।

এবার সংক্ষেপে জেনে নেই, কারা রোজা রাখলে সমস্যায় পড়েত পারেন:

* যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত (খাবার পর সুগার ১৪-এর বেশি থাকে)

* গুরুতর কিডনি সমস্যা থাকলে

* যারা হাইপো হলে বা সুগার কমে গেলেও বুঝতে পারেন না

* যাদের হার্টে গুরুতর সমস্যা আছে

* গর্ভবতী মা

* ক্যানসারের রোগী

* যাদের তীব্র পেপটিক আলসার আছে

* লিভারে সমস্যা থাকলে

* গুরুতর মানসিক সমস্যা থাকলে

* অপারেশনের রোগী

আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, রমজানের সিয়াম পালনের তওফিক দিন, আমিন।


আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।

গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net