কলরব ডেস্ক:
সমকালীন দৈশিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে কবি আবদুল হাই শিকদারের কবিতার স্বরূপ, মৌলিকতা ও শক্তি প্রকাশিত হয়েছে সালেহ মাহমুদ রিয়াদ রচিত ‘আবদুল হাই শিকদারের কবিতা: বিশ্ববীক্ষার অপরাজেয় প্রতিভূ’ গ্রন্থে। কবির দ্রোহ ও দায় সাহিত্য ও সমাজের জন্য অপরিহার্য। তার কবিতার একাডেমিক মূল্যায়নের এখন প্রয়োজন।
শনিবার (৫ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘নতুন এক মাত্রা’ ও শোভা প্রকাশের আয়োজনে গ্রন্থপ্রবেশ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
এ রকম অসাধারণ একটি বই রচনার জন্য অতিথিরা লেখককে ধন্যবাদ জানান।
কবি ও গবেষক ড. মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নৃ-বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রদূত প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ফাহমিদ-উর-রহমান, প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রফেসর শিবলী আজাদ, কবি মুজতাহিদ ফারুকী, ড. মুজাফফর হোসেন, কবি কামরুজ্জামান, কবি মুহম্মদ আবদুল বাতেন, কবি রওশন ঝুনু, কবি সৈয়দ সাইফুল্লাহ শিহাব, প্রাবন্ধিক মোহাম্মাদ জসীম উদ্দিন, কবি সাফাত শফিক, কবি ও গবেষক মুসা আল হাফিজ, সাংবাদিক এলাহী নওয়াজ খান, সাংবাদিক কামাল উদ্দিন সবুজ, কবি মোস্তফা মাহাথির, প্রাবন্ধিক সীমান্ত আকরাম, কবি ইয়াসিন মাহমুদ, রফিক লিটন প্রমুখ।
অনুষ্ঠানে আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী নাসিম আহমেদ, শামীমা চৌধুরী, শায়লা আহমেদ ও মাহবুব মুকুল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি ও শিশুসাহিত্যিক জাকির আবু জাফর।
ঢাকা/৫ নভেম্বর ২০২২