আনোয়ারা দক্ষিণ শোলকাটা শ্রীশ্রী মা দক্ষিনেশ্বরী কালী মায়ের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীশ্রী ঠাকুরের সৎসঙ্গ, গীতাপাঠ ও মহা চণ্ডীযজ্ঞ হোম অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার এই অনুষ্ঠা অনুষ্ঠিত হয়।
পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দক্ষিনেশ্বরী কালী মায়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও মহা চণ্ডীযজ্ঞের প্রতিষ্ঠাতা মাতৃসাদক রাজিব দত্তের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন শ্রীমৎ স্বামী তাপসানন্দগীরি মহারাজ। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গীতা শিক্ষা কমিটির-বাংলাদেশ’র সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি, রাজনীতিবিদ পরিমল দত্ত। প্রধান বক্তা ছিলেন সহপ্রতি ঋতিক রঞ্জন ঘোষ, হরী দাশ। বিশেষ অতিথি হিন্দু মহাজোটের চট্টগ্রাম জেলার সহ-সভাপতি প্রদীপ দত্ত কনক, দিপক দাশ, রাখাল দাশ, বিবেকানন্দ নাথ, মানিক নাথ, রাজিব ভৌমিক, সজিব, পরিমল সিকদার, চান্দু নাথ দেব, চন্দ্রমোহন দেবনাথ, পুলিন দত্ত, সুশান্ত শীল, পলাশ দত্ত, সৌরভ , আশিক, জিসেল, শিবু, অভিজিৎ, রিদয়, আকাশ, রানা, যিষু, অনিক, রাজবেল প্রমুখ।
সংবাদ বিজ্ঞপ্তি।
আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।
গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।
Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net