পাবলিক রিঅ্যাকশন ডেস্ক:
রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে আবারো যৌন হয়রানির অভিযোগ উঠেছে। কলেজটির সমাপনী বর্ষের একজন ছাত্রী অধ্যক্ষ বরাবর প্রতিকার চেয়ে আবেদন করেছেন।
চিঠির অনুলিপি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, ট্রেজারার ও সেক্রেটারি জেনারেল এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক ও ভাইস-প্রিন্সিপালকে দেয়া হয়েছে।
চিঠিতে ওই শিক্ষার্থী লিখেন, ‘আমি নাম প্রকাশে অনিচ্ছুক একজন সমাপনী বর্ষের (HF-19th) নিয়মিত ছাত্রী। অত্যন্ত পরিতাপের বিষয়, অত্র প্রতিষ্ঠানের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সাইফুল ইসলাম সাইফ; কতৃক রীতিমতো যৌন হয়রানির শিকার হচ্ছি। বিগত দুই মাস ধরে তার আচরণে আমি ব্যক্তিগতভাবে খুবই বিব্রত। কিন্তু বেশ কিছুদিন ধরে তার এমন কর্মকাণ্ড আমার সহ্যের সীমা অতিক্রম করছে। যা আমি গ্রহণ করতে না পারায়, একপ্রকার বাধ্য হয়েই আপনার অবগতির জন্য আবেদন করছি। আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, পরিবার এবং নিজের কথা চিন্তা করেই পরিচয় গোপন করছি। যেহেতু আমি শেষ বর্ষের ছাত্রী এবং চূড়ান্ত পেশাগত পরীক্ষার্থী। উনি আমাকে হুমকি দিয়েছে, তার প্রস্তাবে রাজি না হলে চূড়ান্ত পরীক্ষায় ফেল করিয়ে দেবে। যা আপনি বিচক্ষণতার সাথে নিরপেক্ষ তদন্ত করলে আমার অভিযোগের সত্যতা বেরিয়ে আসবে। অতএব, আপনার কাছে আকুল আবেদন। উল্লেখিত শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ গুরুত্বের সাথে বিবেচনা করে, দেশের এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের যৌন নিপীড়ক শিক্ষকের হাত থেকে রক্ষা করবেন।’
প্রসঙ্গত, হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এর আগে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। কলেজের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এক শিক্ষার্থীকে যৌন হয়রানির মামলা বর্তমানে চলমান ঢাকার একটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে।