ফাইজারের তৈরী করোনার টিকাদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে এ টিকা আর দেওয়া হবে না। তবে, শিশুদের জন্য বরাদ্দকৃত ফাইজারের টিকাদান কার্যক্রম চলবে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা শাখার পরিচালক ডা. সাইদুজ্জামান।
পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সরকারের কাছে করোনার টিকার যে মজুদ আছে, সেসব টিকার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে, নতুন ফাইজারের টিকা আসামাত্রই আবারও টিকাদান কার্যক্রম শুরু হবে।
ডা. সাইদুজ্জামান বলেন, তৃতীয় ও চতুর্থ ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। তবে, সরকারের হাতে মজুদ থাকা ফাইজারের টিকার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি শেষ হবে। এ কারণে ২৭ ফেব্রুয়ারির পর নতুন করে কাউকে আর ফাইজারের টিকা দেওয়া হবে না।
সাইদুজ্জামান বলেন, শিশুদের জন্য যেসব ফাইজারের টিকা আছে, সেগুলোর মেয়াদ আরও কিছুদিন আছে। সে কারণে শিশুদের টিকা দিতে কোনো সমস্যা হবে না।
আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।
গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।
Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net