সিলেটি নাটকের অভিনেত্রী সোনিয়া বেগমের গলাকাটা লাশ উদ্ধার করেছে করেছে পুলিশ।
রোববার (১২ফেব্রুয়ারী) দুপুরে সিলেট শহরের শেখঘাট খুলিয়াটুলা আবাসিক এলাকায় একটি বাসা থেকে লাশটি উদ্ধার করেন বলে জানান মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিশ বছর বয়সের সনিয়া বেগম তরুণী সিলেটি নাটকের অভিনেত্রী ও টিকটকে বেশ জনপ্রিয় ছিল। নগরীর শেখঘাটস্থ খুলিয়াটুলা আবাসিক এলাকায় নীলিমা-১৪ নম্বর বাসার ৪র্থ তলার তার শয়ন কক্ষের বিছানা থেকে গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, সোনিয়াদের পরিবারের একজন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার বাসায় আসে মামাতো ভাই সজিব আহমদ। সে সময় সোনিয়াও রাতে বাসায় আসে। পরের দিন রোববার সকাল ৭টায় মামাতো ভাই সজিবসহ পরিবারের সবাই একসাথে নাশতা করেন। ওই দিন ঘরে সজিব, সোনিয়া ও তার ভাবি ফারিয়াকে রেখে পরিবারের সদস্যরা হাসপাতালে চলে যায়। কিছুক্ষণ পরে সকাল ৭টায় সজিব বাড়িতে চলে যাচ্ছি বলে সোনিয়ার মাকে ফোন করে বিদায় নেন। বেলা বাড়ার সাথে সাথে কোনো সাড়া শব্দ না পেয়ে ১২টার দিকে সোনিয়ার ভাবি কক্ষে গিয়ে বিছানায় সনিয়ার গলাকাটা লাশ দেখতে পায়। এ অবস্থায় তাৎক্ষণিক হাসপাতালে অবস্থানরত পরিবারের সদস্যদের খবর দেন। একপর্যায়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
নিহত সোনিয়া বেগম সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাছড়া গ্রামের বিল্লাল আহমদের কন্যা। সে সিলেট দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ বলেন, বেলা ১টার দিকে ঘটনাস্থল থেকে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছেন । উদ্ধারের সময় রক্তমাখা কাঁচি জব্দও করেছেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা আপাতত একজনকে সন্দেহ করছি। কিন্তু তদন্তের স্বার্থে নাম প্রকাশ করছিনা।
সিলেট/অমিতা সিনহা/ ১২ ফেব্রুয়ারি ২০২৩
আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।
গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।
Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net