‘গ্র্যাজুয়েট স্বর্ণপদক’ পেল মাহিয়া রহমান রাফা

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট
প্রকাশ: ২ years ago
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাত থেকে ‘স্বর্ণপদক’ গ্রহণ করছেন মাহিয়া রহমান রাফা

বিশ্ববিদ্যালয়জীবনের সব কটি বিষয়ে যদি জিপিএ (গ্রেড পয়েন্ট অ্যাভারেজ) ৪ হয়, শুধু তাহলেই একজন শিক্ষার্থী সিজিপিএ (কিউমিউলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ) ৪ নিয়ে বেরোতে পারেন। চার বছরের গ্রাজুয়েশনের শিক্ষাজীবনে শুধুমাত্র একটা দিনের অবহেলায় ‘চার’ অর্জনের বিষয়টি ফসকে যেতে পারে। সেই কঠিনকে অর্জন করে ‘গ্র্যাজুয়েট স্বর্ণপদক’ অর্জন করেছেন মাহিয়া রহমান রাফা।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। এদিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাত থেকে ‘স্বর্ণপদক’ গ্রহণ করেন ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহিয়া রহমান রাফা।

বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ থেকে রাফা সিজিপিএ–৪ পেয়ে স্নাতক সম্পন্ন করেছেন।নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বা বিশ্ববিদ্যালয়ের আচার্যের হাত থেকে স্বর্ণপদক পান।

এবারের সমাবর্তনে ৬ হাজার ১৬৪ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১২ জন গ্র্যাজুয়েটকে বিভিন্ন ক্যাটাগরিতে ‘স্বর্ণপদক’ প্রদান করা হয়।

স্বর্ণপদক পাওয়ার অনুভূতি জানতে চাইলে মাহিয়া রহমান রাফা বলেন, ভালো লাগছে বাবা-মায়ের প্রত্যাশা অনুযায়ী ফলাফল অর্জন করতে পেরেছি। বাবা-মায়ের প্রেরণাতেই এতোদূর আসতে পেরেছি। আগামীর জন্যও সবার দোয়া চাই।

ভবিষ্যতে উচ্চতর ডিগ্রির অর্জনে দেশের বাইরে পড়াশুনা করার ইচ্ছে রাফার। তবে ক্যারিয়ারের জন্য বাংলাদেশই তার প্রথম পছন্দ।

প্রসঙ্গত, বর্ণাঢ্য আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) দশম সমাবর্তন বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ভারতের হিমাচল প্রদেশের শোলিনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অতুল খোসলা। স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান। ভ্যালিডেকটোরিয়ান বক্তব্য প্রদান করেন আইন বিভাগের গ্র্যাজুয়েট সাইফুল ইসলাম।