সফিউল্লাহ আনসারীর কবিতা ‌‘বসন্তে এই আকুল হৃদয়’

::
প্রকাশ: ২ years ago

বসন্ত সুর আকুল হৃদয়
কি সুর উঠে গেয়ে,
প্রকৃতি বেশ উচ্ছ্বসিত
ফুলের ছোঁয়া পেয়ে!
মনের বনে ক্ষনে ক্ষনে
ভ্রমর উড়াউড়ি,
ফাগুন মাসে তুমুল হাসে
রঙের ছুড়াছুড়ি।
ঝিরিঝিরি মাতাল হাওয়া
কোকিল ডাকে কুহু,
উৎসবে সাজ চতুর্দিকেই
গানেই মূহুর্মুহু।
নদীর দু’কূল আমের মুকুল
মৌ মৌ ঘ্রাণ কীযে,
আবেগ ধোঁয়া কাব্য উছল
ভাব্না ভীষণ ভিজে!
শিমুল পলাশ গাদা গোলাপ
হরেক ফুলের মেলা,
বসন্ত রঙ দেশজুড়ে আজ
কাটে খুশিয় বেলা!
সফিউল্লাহ আনসারী
কবি, ছড়াকার