ইমিগ্রেশন ডেস্ক:
ব্রিটেনে নিম্ন আয়ের কয়েক লাখ পরিবারকে জীবন চালানোর জন্য খরচ দেবে সরকার। এই অর্থবছরে একেকটি পরিবার সর্বোচ্চ ৯০০ পাউন্ড (এক হাজার ৮৪ ডলার) সমপরিমাণ অর্থ পাবে।
দেশটির ডিপার্টমেন্ট অব ওয়ার্ক অ্যান্ড পেনশন মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে।
এই অর্থ সরাসরি তিনটি ধাপে দাবিদার ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে।
এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।
চ্যান্সেলর জেরেমি হান্ট তার শরৎকালীন বিবৃতিতে এই অর্থ সহায়তার কথা জানান। এই বিবৃতিতে কর ও সরকারি খরচ সংক্রান্ত নানা বিষয় তুলে ধরা হয়।
নিম্ন আয়ের পরিবারগুলো ঠিক কখন অর্থ সাহায্য পাবে, সেই সম্পর্কে সরকার এখনও কিছু জানায়নি।
ছয় মিলিয়নের বেশি অক্ষম ব্যক্তি আলাদা ১৫০ পাউন্ড করে পাবেন। আট মিলিয়নের বেশি পেনশনভোগী ৩০০ পাউন্ড করে পাবেন।
গেল বছর সংকটে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এক হাজার ২০০ পাউন্ড অর্থ সহায়তা কর্মসূচি অনযায়ী প্যাকেজটি ঠিক করা হবে।