পাবলিক রিঅ্যাকশন ডেস্ক:
মেট্রোরেলে ভ্রমণ করতে শিশুদের ভাড়া লাগবে না। তবে শিশুর উচ্চতা তিন ফুটের কম হতে হবে।
আগারগাঁও মেট্রোরেল স্টেশনে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক বলেন, সর্বোচ্চ তিন ফুট উচু বাচ্চারা অভিভাবকের সঙ্গে থাকলে ভাড়া লাগবে না। তবে অভিভাবক সঙ্গে না থাকলে ভাড়া দিতে হবে।
তিনি জানান, আপাতত মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন (দিয়াবাড়ি) থেকে সরাসরি ট্রেন আসবে আগারগাঁও স্টেশনে। আগামী ২৬ মার্চ থেকে মাঝের সব স্টেশনে যাত্রা ওঠানামা শুরু হবে।
২০১২ সালে মেট্রোরেল প্রকল্প হাতে নেওয়া হলেও কাজ শুরু হয় ২০১৬ সালের দিকে। গত জুলাই পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণকাজের অগ্রগতি ৮১ দশমিক ৭০ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৮৬ শতাংশ। প্রথম দিকে মেট্রোরেল প্রকল্পের ব্যয় ছিল প্রায় ২২ হাজার কোটি টাকা। মেট্রোরেল সম্প্রসারণসহ আনুষঙ্গিক কাজে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এ প্রকল্পে অর্থায়ন করছে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা। সর্বশেষ ব্যয় প্রস্তাব অনুযায়ী জাইকা দেবে ১৯ হাজার ৭১৮ কোটি টাকা।
মেট্রোরেলে কোনো হাফ ভাড়া নেই:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলে কোনো হাফ ভাড়া নেই। তবে মেট্রোরেল পাস নিলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ৩৮ মিনিটে উত্তরা থেকে মতিঝিল যাওয়া যাবে। আগারগাঁও থেকে উত্তরা ৬০ টাকা দিয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে যেতে পারবেন যাত্রীরা। মেট্রোরেলে কোনো হাফ পাস (ভাড়া) নেই। তবে মেট্রোরেল পাস নিলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবে। যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা যৌক্তিক।
নারীদের জন্য থাকছে আলাদা কোচ:
মেট্রোরেলে নারীদের নির্বিঘ্ন চলাচলে প্রতিটি ট্রেনে থাকছে আলাদা কোচ। তবে চাইলে বাকি বগিতেও নারীরা উঠতে পারবেন। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, শুরুতে ছয় বগির ১০টি ট্রেন প্রস্তুত রাখা হচ্ছে। ব্যাকআপ হিসেবে থাকছে আরও দুটি ট্রেন। স্টেশনগুলোতে নারীদের জন্য থাকছে পৃথক টয়লেটের ব্যবস্থা। সেখানে শিশুদের ডায়াপার পরিবর্তনের বিশেষ ব্যবস্থাও থাকছে। আর গর্ভবতী নারী ও বয়স্ক যাত্রীদের জন্য বগিতে আসন সংরক্ষিত থাকবে।
পোষা প্রাণী নিয়ে ভ্রমণ করা যাবে না:
মেট্রোরেল যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত হলেও পশুপ্রেমীদের জন্য থাকছে একটি খারাপ খবর। পোষা প্রাণী নিয়ে কেউ মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন না—এমন বিধিনিষেধ দিয়ে রেখেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি বিধিনিষেধ লিখে রাখা হয়েছে দেয়ালে। এর মধ্যে সবার আগেই রয়েছে পোষা প্রাণীদের বিষয়ে সতর্কতা।
কাউন্টার প্লাজার দ্বিতীয় তলায় রাখা সতর্কবার্তায় বলা হয়েছে, মেট্রোরেলে কোনো ধরনের পোষা প্রাণী বহন করা যাবে না। বিপজ্জনক বস্তু বহন করা যাবে না। মেট্রোর প্ল্যাটফর্মে পানের পিক বা থু থু ফেলা যাবে না। প্ল্যাটফর্ম ও মেট্রোট্রেনে খাওয়া দাওয়াও নিষেধ। প্ল্যাটফর্মের কোথাও কোনো ময়লা ফেলা যাবে না।
দেশের প্রথম এই শহুরে ট্রেনে পরিভ্রমণের ক্ষেত্রে কিছু নিয়ম আগেই জানিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে—মেট্রোরেলে ওঠা-নামার সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। কোচের দরজায় হেলান দিয়ে দাঁড়ানো যাবে না। মোবাইল ফোনের স্পিকার অন করে রাখা যাবে না এবং নিচু স্বরে কথা বলতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার দেশের প্রথম এই বৈদ্যুতিক ট্রেন উদ্বোধন করবেন। এরপর বৃহস্পতিবার থেকে দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশে যাত্রী পরিবহন শুরু হবে।