ষোলই ডিসেম্বরে

::
প্রকাশ: ২ years ago

ষোলই ডিসেম্বরে

পাশা মোস্তফা কামাল

পঁচিশে মার্চ রাতের বেলা পাকি হানাদার
অতর্কিত আক্রমণে দেশ করে ছারখার।

নয়টি মাসে ঝরে গেল তিরিশ লক্ষ প্রাণ
কণ্ঠে আমার দিয়ে গেল স্বাধীনতার গান।

বাংলাদেশের আকাশ জুড়ে জ¦লছে যত তারা
তিরিশ লক্ষ শহিদ ওরা মুক্তি পাগলপারা।

আকাশ থেকে বলছে ওরা দেশকে ভালোবাসি
বাংলাদেশের আকাশ জুড়ে তাইতো রাতে ভাসি।

রোজ সকালে ফুল বাগিচায় ঘন সবুজ ঘাসে
ওই তারাদের ঝিলিক নিয়ে শিশির কণা হাসে।

তিরিশ লক্ষ বীর শহিদের স্মৃতির বেদিমূলে
শ্রদ্ধা এবং ভালোবাসার অর্ঘ্য দিলাম তুলে।

নয়টি মাসের যুদ্ধ শেষে বিজয় এলো ঘরে
বীর বাঙালি মানুষ হলো ষোলোই ডিসেম্বরে।

 

পিআইডি ফিচার
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে বিশেষ কবিতা