চার হাজারের বেশি লোক নেবে নিউজিল্যান্ড, দেবে নাগরিকত্বও

::
প্রকাশ: ২ years ago

পাবলিক রিঅ্যাকশন ডেস্ক:
নাগরিকত্বের সুবিধাসহ বিশ্বের যে কোনো দেশ থেকে চার হাজার লোক নেয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। সোমবার (১২ ডিসেম্বর) এ ঘোষণা দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

স্বাস্থ্যকর্মীর তীব্র সংকট দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে ৪ হাজারের বেশি প্রবাসী নার্স নেবে দেশটি।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, প্রয়োজনে দেশের অভিবাসনপদ্ধতি পরিবর্তন করা হবে। স্বাস্থ্যকর্মীর পদে যোগ্য ব্যক্তিদের আগামী বৃহস্পতিবার থেকে অগ্রাধিকার ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হবে। নার্সের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকও নেওয়া হবে। শূন্য পদে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে চিকিৎসকেরা ‘সবুজ তালিকায়’ নাগরিকত্ব পাবেন।

নিউজিল্যান্ডে নার্সদের সংগঠনের এক হিসাবে দেখা গেছে, দেশটিতে চার হাজারের বেশি নার্স প্রয়োজন। চলতি বছরের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু লিটল বলেছিলেন, শুধু মানসিক স্বাস্থ্য দেখভাল করার জন্যই নিউজিল্যান্ডে কয়েকশ নার্স দরকার।

জেসিন্ডা আরডার্ন গতকাল সাংবাদিকদের বলেন, বিশ্বের যেকোনো প্রান্তে থাকা নার্সদের জন্য একটি বার্তা দিতে চাই। সেটি হলো—‘বসবাস ও কাজের জন্য নিউজিল্যান্ড সবচেয়ে ভালো জায়গা।’ চিকিৎসা খাতে জনবলের ঘাটতি পূরণে তার সরকার কাজ করছে না—এমন অভিযোগের জবাবে তিনি এসব কথা বলেন।