শুভ জন্মদিন তৌফিক সুলতান

::
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

কবি ও লেখক তৌফিক সুলতানের জন্মদিন আজ। তিনি ১৯৯৯ সালে ৪ ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন।

ইসলাম তাজ বালিকা দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আব্দুল করিম ও ফাতেমা বেগমের জ্যেষ্ঠ সন্তান তিনি। তৌফিক সুলতান বিভিন্ন পত্র পত্রিকায় প্রতিবেদন, ফিচার ও কলাম লিখে থাকেন।

তৌফিক সুলতানের প্রথম কাব্যগ্রন্থ “হৃদয় থেকে রচিত” পাঠকদের হৃদয়ে গভীর দাগ কেটেছে। তার লেখনীতে সত্যের অনুসন্ধান, সমাজ সচেতনতা ও মানবকল্যাণের বার্তা স্পষ্টভাবে উঠে আসে।

একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের মানসিক ও একাডেমিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে থাকেন। তিনি শিক্ষার্থীদের উৎসাহ দিতে দামী উপহার ও সার্টিফিকেট প্রদান করেন। টঙ্গী সরকারি কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ইভেন্টের আয়োজন করে থাকেন, যেখানে প্রতিযোগিতার মাধ্যমে উপহার দেওয়া হয়।

তৌফিক সুলতান কেবল সাহিত্য ও শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নন, বরং সমাজসেবার ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি “ওয়েলফশন মানবকল্যাণ সংঘ” এবং “ওয়েলফশন সত্য অনুসন্ধানী জ্ঞান অনুরাগী কল্যাণমী দল”-এর প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক। এসব সংগঠনের মাধ্যমে তিনি দারিদ্র্য বিমোচন, শিক্ষা উন্নয়ন ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেন।

জন্মদিন উপলক্ষে সহকর্মী, শিক্ষার্থী, পাঠক ও শুভানুধ্যায়ীরা বিভিন্নভাবে তাকে শুভেচ্ছা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা প্রশংসাসূচক বার্তা দেখা যায়। অনেকে তার সুস্থতা, দীর্ঘায়ু ও আরও সফলতার জন্য দোয়া করছেন।