১৫ গাড়িচালককেও প্লট দিয়েছেন শেখ হাসিনা

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ সপ্তাহ আগে

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একের পর এক বেরিয়ে আসছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনিয়ম-দুর্নীতি। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তার অনুগত ও তোষামোদকারীদের প্লট দিতেন। হাসিনা সরকারের সাড়ে ১৫ বছরে সরকারি চাকরি, জনসেবা ও সমজাতীয় খাতে জাতীয়ভাবে ‘অসামান্য অবদানের’ নামে ৮৩০টি প্লট দেওয়া হয়। এই প্লট পেয়েছেন গাড়িচালকরাও।

একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। প্লট পাওয়ার তালিকায় আছেন— সাবেক মন্ত্রী, সাবেক এমপি, আমলা, সাংবাদিক, শিল্পী এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্ঠজনরা। এছাড়া মন্ত্রী, সচিবদের সন্তানরাও প্লট পেয়েছেন।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর উত্তরা তৃতীয় প্রকল্প ও ঝিলমিল আবাসিক প্রকল্পের প্লটগুলো তারা পেয়েছেন কাঠাপ্রতি মাত্র ২ থেকে ৩ লাখ টাকায়। যদিও এসব প্লটের বাজারমূল্য তখনো বহুগুণ বেশি ছিল। এখন এসব প্লটের কাঠাপ্রতি বাজারমূল্য কোটি টাকার বেশি। রাজউকের প্লটের আয়তন ৩, ৫, ৭, সাড়ে ৭ ও ১০ কাঠা। সংরক্ষিত কোটায় প্লট পাওয়া কেউ কেউ তা বিক্রিও করে দিয়েছেন।

স্বৈরশাসক শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট অফিসার, ব্যক্তিগত কর্মকর্তা, ব্যক্তিগত সহকারী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তত ১৫ জন গাড়িচালকও পেয়েছেন প্লট।

রাজউক সূত্র জানিয়েছে, প্লটের জন্য আবেদন করা হতো প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে। তখন শেখ হাসিনার সম্মতিতেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিদ্ধান্ত হতো কারা কারা প্লট পাবেন। পরে সেই তালিকা পাঠানো হতো মন্ত্রণালয় হয়ে রাজউকে। সংস্থাটির বোর্ড সভায় শুধু কাগুজে অনুমোদন হতো।

গৃহায়ণ ও গণপূর্তসচিব হামিদুর রহমান খান ১৫ জানুয়ারি লেন, সংরক্ষিত কোটা ও অসামান্য অবদান কোটায় রাজউকের বরাদ্দ করা প্লটগুলো পর্যালোচনার জন্য আদালত থেকে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটির সুপারিশে যা থাকবে, মন্ত্রণালয় সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদীন মালিক বলেন, কারও অসামান্য অবদানের জন্য পুরস্কৃত করার রেওয়াজ সব দেশেই আছে। প্লট পাওয়া ব্যক্তিদের নোটিশ দিতে হবে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তা যৌক্তিক না হলে প্লটগুলোর বরাদ্দ বাতিল করতে হবে।

দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, প্লট তাদেরই দেওয়া হয়েছে, যারা সরকারের অনুগত, তোষামোদকারী। প্লট নেওয়ার বিষয়টি শুধু সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্যদের জবাবদিহির আওতায় আনতে হবে।