ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে কলেজছাত্রীকে যুবলীগকর্মীর ধর্ষণ

:: পাবলিক রিঅ্যাকশন ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

রাজশাহীতে অশ্লীল ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবলীগের কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত যুবলীগ কর্মী বাঘমারা উপজেলার হাসনিপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে হিটলার মাহমুদ। ভুক্তভোগী শিক্ষার্থী রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ফিলোসোফি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

সম্প্রতি রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কলেজ ছাত্রী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২০ সালের মে মাসে অভিযুক্ত যুবলীগ কর্মী হিটলার মাহমুদের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তখন তিনি বুঝতে পারেননি ছেলেটি একজন প্রতারক ও নারীলোভী। প্রেমের কিছু দিনের মধ্যে অভিযুক্ত হিটলার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক মেলামেশা শুরু করে। তখন কিছু আপত্তিকর ভিডিও করে রাখে এবং এগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে। কিন্তু বিয়ের জন্য চাপ দিলে সে নানা তালবাহানা করত।

তিনি আরও বলেন, এভাবে সাড়ে ৪ বছর পার হয়ে যায়। একপর্যায়ে আমি তার প্রতারণা বুঝতে পেরে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিই। কিন্তু হিটলার ফোন করতেই থাকে। সে আমার কাছে একটিবারের জন্য সুযোগ চায়। বিয়ে করার জন্য একবছর সময় চায় সে। আমি তাকে একটা সুযোগ দিই কিন্তু শর্ত দিলাম যে বিয়ের রেজিস্ট্রিটা অন্তত করে নিতে হবে। সে এতে রাজি হলো। এরপর সে আমাকে রাজশাহী শহরের ঝাউতলার মোড় সংলগ্ন একটি বাসায় নিয়ে যায়। কিন্তু সে বিয়ের রেজিস্ট্রি করেনি। পরে আরও কয়েকদিন আমাকে ভবানীগঞ্জে তার বোনের বাড়ি এবং ঝাউতলার ওই বাড়িতে নিয়ে যায়।

‘তারপর তার চালাকি বুঝে যখন আমি আর মিশতে চাইলাম না, তখন সে গোপনে ধারণ করা কিছু ছবি এবং ভিডিও পাঠায় এবং বলে তার সঙ্গে মেলামেশা অব্যাহত না রাখলে এসব সে ছড়িয়ে দেবে। বাধ্য হয়ে আমি গত ২৮ নভেম্বর কোর্টে মামলা করতে যাই। কোর্টে মামলা রেকর্ড হয়। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দেওয়া হয়েছে। এহন আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’