মোহাম্মদ আব্দুল আজিজের গীতি কবিতা ‘প্রাণের হাসি’

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ দিন আগে

প্রাণের হাসি
মোহাম্মদ আব্দুল আজিজ

চাঁদের সাথে দেব না গো তোমার হাসির তুল,
তোমায় চাঁদের সাথে তুল্য দিয়ে চাই না করতে ভুল।
চাঁদকে কেউ ভালোবেসে পায়নি কভু কাছে,
তাই পূর্ণিমার ঐ চাঁদের হাসির কী বা মূল্য আছে?

ঝরনা যেন মুক্তা ঝরায় আলোর মাঝে হেসে,
তবু তারে লয় না কাছে কেহই ভালোবেসে।
ঝরনা যতই মুক্তা ঝরাক, হেসে হারাক কূল,
তার সাথেও তোমার হাসির হয় না কোন তুল।
ঝরনার হাসিও মূল্যহীন তোমার হাসির কাছে।

ফুলের সাথেও চাই না দিতে তোমার হাসির তুল,
সে যে বাসি হলেই ফেলনা, যেন ঝরাবনের ফুল।
ক্ষণিকের জন্য সবাই তারে ভালোবাসে,
যতোক্ষণ বিলায় গন্ধ, মিষ্টি মিষ্টি হাসে।
সে যে প্রাণহীন ফুল মূল্যহীন প্রাণের হাসির কাছে।

কুয়িন্স, নিউ ইয়র্ক

কবি: মোহাম্মদ আব্দুল আজিজ (আজীজ আহমেদ, আব্দুল আজিজ)
লেখক, ছড়াকার, গীতিকার ( বাংলাদেশ টেলিভিশন, রামপুরা ঢাকা ও বাংলাদেশ বেতার, সিলেট)।
গ্লোবাল সার্টিফাইড মাইক্রোসফ্ট অফিস প্রশিক্ষক।
কুয়িন্স, নিউ ইয়র্ক, ইউএসএ।

[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের  লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]