স্ত্রী শেখ হাসিনার কারণে বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন ড. ওয়াজেদ!

:: পাবলিক রিঅ্যাকশন ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ মাস আগে

ফাহাম আব্দুস সালাম বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী একজন লেখক ও চিকিৎসা বিজ্ঞান গবেষক। আজ সোমবার ( ১৩ জানুয়ারি ) তিনি সোশ্যাল মিডিয়ায় ‘শেখ পরিবারে’কে নিয়ে কিছু তথ্য দেন।

এ পোস্টে তিনি সজীব ওয়াজেদ জয় , সায়েমা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিক সম্পর্কে বেশ কিছু তথ্য দেন। বিভিন্ন সূত্রের ভিত্তিতে। অবাক করা যে তথ্য দেন, সেটি হলো শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়া একবার বিএনপিতে বিশেষ কারণে যোগদান করতে চেয়েছিলেন। সেসময় বেগম খালেদা জিয়া তাকে বাধা দেন।

ফাহাম লেখেছেন, ‘প্রথম দফায় প্রধানমন্ত্রী থাকাকালে ওয়াজেদ মিয়াকে সিএমএইচে বন্দী করে রেখেছিলো। ওয়াজেদ মিয়া এতোটাই ক্ষিপ্ত হয়েছিলো যে ২০০১ এ বিএনপি ক্ষমতায় আসলে উনি বিএনপিতে জয়েন করতে চেয়েছিলেন। আপনারা জেনে আশ্চর্য হবেন যে খালেদা জিয়া- এটা আটকেছিলেন। তিনি ওয়াজেদ মিয়াকে বিএনপিতে জয়েন করতে মানা করেন – কারণ পারিবারিক তিক্ততা তিনি রাজনীতির ময়দানে আনতে চান নাই। বাংলাদেশের রাজনীতিতে এতোটুকু ডিসেন্সি এক সময় ছিলো কিন্তু।’

তিনি আরও লেখেন, ‘জয় ৯৩/৯৪ সালে মহাখালী ব্র্যাক বিল্ডিং এর কাছে কোথাও মদ্যপ অবস্থায় গাড়ী চালিয়ে দিয়ে কাওকে মেরে ফেলেছিলো। এই পার্টটা আমি শুনেছি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একজন সাংবাদিক ও সম্পূর্ণ আনরিলেটেড তৎকালীন একজন ছাত্রলীগ নেতার কাছে যিনি জয়ের কাছাকাছি মানুষ ছিলেন (এই দুইজনের মাঝে কোনো সম্পর্ক নাই)। খালেদা জিয়াই নাকি তখন জয়কে এমেরিকা পাঠানোর জন্য সাহায্য করেন (দ্বিতীয় পার্টটা শুনেছি শুধু ঐ সাংবাদিকের কাছে)।’

এ পোস্টে এগুলো ছাড়াও আরেক বিষয় নিয়ে তিনি লেখেন।

বি.দ্র: পোস্টের অংশবিশেষের স্ক্রিনশট দেয়া হলো –

AA