তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীদের সমর্থনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন একদল শিক্ষার্থী।
আজ সোমবার (১৩ জানুয়ারি) সকালে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সকালে ক্যাম্পাসের প্রধান ফটকসহ একাধিক ভবনে তালা লাগিয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন তারা।
এসময় যারা অনশন করছেন না তাদের ক্লাস-পরীক্ষা বয়কট করার আহ্বান জানিয়ে দাবি পূরণ করেই তারা বাড়ি যাবেন বলে জানান।
উল্লেখ্য, সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করা, পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করা, যতদিন অব্দি আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করার দাবিতে রোববার সকাল থেকে অনশণ কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।