কী উপমা দেই গো তোমার? তোমার যে নাই তুল, তোমার বিষের কাঁটাও যে লাগে গোলাপ ফুল।। তোমায় ভালোবাসেনি গো এমন তো কেউ নেই, তোমার রূপে পাষান গলে মজে একটু হাসিতেই। তুমি ছাড়া ভালোবাসা হয় না যে গো পূর্ণ, তোমার রূপেই অরূপ রূপের দম্ভ যে হয় চূর্ণ। তুমি যে গো রূপের রানি ভালোবাসার ফুল। ঐ তোমার রূপের মূল্য যে কী নাই বা তুমি জানলে, ভালোবেসে কাউকে তুমি নাই বা কাছে টানলে। তবু তোমার তুলতুলে গার একটু পরশ পেতে, তোমার মধুগন্ধে সারা বিশ্ব যে রয় মেতে। গোলাপ তোমার নামটিও যে অনন্য অতুল। ঐ কুয়িন্স, নিউ ইয়র্ক
কবি: মোহাম্মদ আব্দুল আজিজ (আজীজ আহমেদ, আব্দুল আজিজ) লেখক, ছড়াকার, গীতিকার ( বাংলাদেশ টেলিভিশন, রামপুরা ঢাকা ও বাংলাদেশ বেতার, সিলেট)। গ্লোবাল সার্টিফাইড মাইক্রোসফ্ট অফিস প্রশিক্ষক। কুয়িন্স, নিউ ইয়র্ক, ইউএসএ।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]