রাজধানীসহ সারা দেশে হঠাৎ করেই ঘন কুয়াশা বেড়ে যাওয়ায় শীতের তীব্রতা আরও বাড়ছে। বুধবার (৮ জানুয়ারি) দেশের কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ বুধবার দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এতে শীতের প্রকোপ আরও বাড়ার কথা উল্লেখ করেছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান।
তিনি জানান, “আজ দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেকটাই কমে এসেছে। এমন আবহাওয়া আরও ২-৩ দিন থাকতে পারে। তবে এরপর তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের অনুভূতি থাকবে। দুপুরের দিকে সূর্যের দেখা মিলতে পারে। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।”
বৃষ্টিপাতের আশঙ্কা না থাকলেও আগামীকাল বৃহস্পতিবার থেকে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। তিনি আরও বলেন, এ মাসে এক থেকে দুটি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাস
জানুয়ারির দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পুরো মাস জুড়েই শীতের দাপট বজায় থাকবে। একই সঙ্গে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
আবহাওয়ার বর্তমান অবস্থা
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এমন শীতের তীব্রতায় জনজীবন কিছুটা বিপর্যস্ত হলেও বৃষ্টিপাতের অনুপস্থিতি শীতের দিনগুলোকে সহনীয় রাখবে বলে আশা করা হচ্ছে।