মাহমুদা টুম্পার কবিতা ‘বর্ণবাদ’

::
প্রকাশ: ২ years ago

বর্ণবাদ

গায়ের চামড়া কালো বলে
আড়চোখে তাকিয়ে থাকে
কি পাপ করেছিলি তুই
আগের জন্মে?

অলক্ষ্মী আজ সংসারে
উন্নতি হবে কেমন করে,
তাড়িয়ে দাও সমাজ থেকে
তবেই বিশুদ্ধতা আসবে।

ওরে সাদা, ওরে সুশ্রী
মস্ত সমাজের শিরোমণি
কোথায় সমাজের উন্নতি
শেতাঙ্গ আছে বলে।
কৃষ্ণাঙ্গদের লাথি মারে
বর্ণবাদ সৃষ্টি করে
শেতাঙ্গদের পুজো করে
এটাই কি সুশীল নীতি?

বাড়তে থাকা বৈষম্য
রক্তক্ষয়ী যুদ্ধের অত্যাচার
আর কতদিন লড়াই চলবে
সত্য মিথ্যার অভিযানে।

মহাবীর নেতা এসে
কৃষ্ণাঙ্গের পক্ষ নিয়ে
প্রতিষ্ঠা করলেন সম্মান
নিজের জীবন বাজি ধরে।

আজও কি আমরা মুক্ত?
সাদা কালোর ফারাকে
কবে জাগবে বিবেক সবার
বাঁচবো সমঅধিকারে।

(নেলসন ম্যান্ডেলার মৃত্যুবার্ষিকী (৫ ডিসেম্বর) উপলক্ষে রচিত কবিতা)

 

মাহমুদা টুম্পা
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।