নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবু হানিফ নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শাহিন মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করেছে আহতের স্বজনেরা।
শনিবার (৪ জানুয়ারি, ২০২৫) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবু হানিফ উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকার ফালান মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানায়, শনিবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার লিয়াকত আলীর ছেলে শাহিন মিয়ার সাথে একই ইউনিয়নের লাভরাপাড়া এলাকার আবু হানিফের সাথে বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে শাহিন মিয়া ও তার লোকজন আবু হানিফকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় আবু হানিফের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আবু হানিফের স্বজনরা ক্ষিপ্ত হয়ে শাহিনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ (গ) সার্কেলের এএসপি মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পরিদর্শন করেছেন। আবু হানিফকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহিনের বাড়িতে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।