দ্বিতীয় বিয়ের কথা নিশ্চিত করলেন তাহসান, পাত্রী মেকওভার আর্টিস্ট

:: আনন্দধারা প্রতিবেদক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৪ দিন আগে

দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। সামাজিকমাধ্যমসহ দেশের গণমাধ্যমগুলোতে সারাদিন খবরটি প্রচার হলেও এ নিয়ে তাহসানের পক্ষ থেকে বক্তব্য মেলেনি তখনও।

অবশেষে কথামতো সন্ধ্যায় ভক্ত-অনুরাগীদের চমক দেখালেন তাহসান।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে নিজের ফেসবুক পেজে নববধূর সঙ্গে এক রোমান্টিক মুহূর্তের ছবি পোস্ট করে বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করলেন তিনি।

ছবির ক্যাপশনে লিখলেন গানের লিরিক – ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

এই গানটির নেপথ্যে রয়েছে তাহসানের আবেগ। গানটির কথা লিখেছেন তিনি নিজেই। সুর করেছেন তাহসান ও সাজিদ সরকার যৌথভাবে। চার বছর আগে একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছিলেন তাহসান। সেখানে জিঙ্গেল আকারে গানটির এই লাইনগুলো গেয়েছিলেন তিনি। তখন দর্শকমহলে বেশ সাড়াও পেয়েছিল।

গানটি প্রসঙ্গে সেসময় তাহসান বলেছিলেন, গানের কথা শুনলেই সবাই বুঝতে পারবে- এখানে আমি আমার ব্যক্তিগত কথা বলছি, একজন নিজের মানুষ খুঁজছি হয়তো। সেই মানুষটার জন্য গানটা লেখা।

আর সেই মানুষটি পেয়েই তাকে গানটি উৎসর্গ করলেন তাহসান।

দিনভর সামাজিকমাধ্যমে ছড়িয়েছে যেসব ছবি

দিনভর সামাজিকমাধ্যমে ছড়িয়েছে যেসব ছবি

এদিকে পোস্ট দেওয়ার পর ঘণ্টা না পেরুতেই সাড়ে তিন লাখের মতো রিঅ্যাক্ট জমা পড়ে। শেয়ার হয়ে যায় ৩৩ হাজারের বেশি। ছবির তলায় মন্তব্য ৫০ হাজার ছাড়িয়ে গেছে। বেশিরভাগই নবদম্পতির শুভকামনা জানিয়ে লেখা। অভিনন্দন জানিয়ে অনেকেই লিখছেন, ‘বিশ্বাস আর ভরসার বন্ধন অটুট থাকুক অনন্তকাল। ’

বিনোদন অঙ্গনের অনেকেও সেখানে শুভেচ্ছা জানাতে দেখা গেছে।

জানা গেছে, তাহসানের স্ত্রীর নাম রোজা আহমেদ। যুক্তরাষ্ট্রপ্রবাসী তিনি, পেশায় মেকওভার আর্টিস্ট। প্রায় ১০ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। এছাড়াও মেকওভার এডুকেটর হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন।

স্ত্রীর পরিচয় দিতে গিয়ে তাহসান জানিয়েছেন, রোজা নিউইয়র্কে পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময়ে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। তিনি একজন উদ্যোক্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে রোজা বেশ জনপ্রিয়, অসংখ্য অনুসারী রয়েছে তার।

এর আগে আজ সকাল থেকেই সামাজিকমাধ্যমে তাহসান ও রোজার একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে। এমনও লিখেছেন কেউ কেউ, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল!’

প্রসঙ্গত, প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী মিথিলার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলো করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিতকে বিয়ে করেন মিথিলা।