সেনাবাহিনীর হাতে হাসনাত আবদুল্লাহ গ্রেপ্তার—ভুয়া দাবির আসল সত্য

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন—এমন একটি দাবি বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এ দাবি পুরোপুরি মিথ্যা।

অনুসন্ধান অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় হাসনাত কুমিল্লার দেবীদ্বার উপজেলার একটি মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক কমিটি আয়োজিত ওই সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এর আগে সকালে দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এক বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

ফেসবুকে ছড়ানো ভুয়া পোস্টে দাবি করা হয়, সেনাবাহিনী বিশেষ অভিযানের মাধ্যমে মোহাম্মদপুরে একটি ব্যক্তিগত বৈঠক থেকে হাসনাতকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে ছড়ানো পোস্টগুলোতে একটি ব্লগপোস্টের লিংকও দেওয়া হয়েছিল।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে উঠে আসে, sadhinbangladeshnews247 নামের একটি অখ্যাত ব্লগস্পট সাইট থেকে ভিত্তিহীন এই তথ্য প্রচার করা হয়। মূলধারার কোনো গণমাধ্যমে এ ধরনের খবর প্রকাশিত হয়নি।

এছাড়া দেশ টিভির আদলে তৈরি একটি নকল ফটোকার্ডেও সেনাবাহিনীর হাতে হাসনাতের গ্রেপ্তারের ভুয়া দাবি প্রচার করা হয়েছে। তবে দেশ টিভির ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এ ধরনের কোনো সংবাদ বা ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি।

এ বিষয়ে আইএসপিআর রিউমর স্ক্যানারকে নিশ্চিত করে জানায়, সেনাবাহিনীর হাতে হাসনাত গ্রেপ্তারের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

পর্যালোচনায় দেখা গেছে, নকল ফটোকার্ডে “তিনজনের ফেসবুক আইডি নষ্ট” শীর্ষক একটি পোস্টকে বিকৃত করে সেনাবাহিনীর হেফাজতে থাকার মিথ্যা তথ্য প্রচার করা হয়।

মূলধারার গণমাধ্যমগুলো এবং স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় হাসনাত কুমিল্লায় ছিলেন। ফলে সেনাবাহিনীর হাতে ঢাকায় তার গ্রেপ্তারের দাবি সত্য নয়।

সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন শীর্ষক দাবিটি পুরোপুরি মিথ্যা। যাচাই-বাছাই ছাড়া এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।