আইইএলটিএস পরীক্ষায় আসছে বড় পরিবর্তন

::
প্রকাশ: ১ সপ্তাহ আগে

বাংলাদেশে আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টেস্টিস সিস্টেম) পরীক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি সম্প্রতি একটি বড় পরিবর্তন আনছে। আগামী ২৫ জানুয়ারি থেকে আইইএলটিএস পরীক্ষার সকল অংশে কলম ব্যবহারের নতুন নিয়ম কার্যকর হবে।

এ পরিবর্তনের ফলে, লিসেনিং, রিডিং এবং রাইটিং তিনটি অংশেই বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। পূর্বে লিসেনিং এবং রিডিং অংশে পেনসিল ব্যবহার করা যেত, এবং রাইটিং অংশে পেনসিল বা কলমের মধ্যে যেকোনো একটি ব্যবহার করা যেতে। তবে, এখন থেকে পরীক্ষার্থীরা কোনোভাবেই পেনসিল ব্যবহার করতে পারবেন না।

এই নতুন নিয়ম আইডিপি ও ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে একাডেমিক এবং জেনারেল আইইএলটিএস দুই ধরনের পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। পরীক্ষার্থীকে কেন্দ্রের সঙ্গে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র আনা যাবে না। পরীক্ষাকেন্দ্রে কলম প্রদান করবে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি।

আইডিপি আইইএলটিএসের প্রধান ইলোরা শাহাব শর্মী গণমাধ্যমকে বলেন, পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এবং পরীক্ষার্থীদের সুবিধার্থে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি পরীক্ষার্থীদের জন্য উপকারী হবে কারণ তারা কর্মক্ষেত্র বা অন্যান্য জীবনে যেভাবে কলম ব্যবহার করে অভ্যস্ত, তেমনি পরীক্ষায়ও কলম ব্যবহার করে অভ্যস্ত হতে পারবেন।

ব্রিটিশ কাউন্সিলের বিপণন ব্যবস্থাপক জুবায়ের নাঈম বলেন, নতুন নিয়মে পরীক্ষার্থীদের কোনো কিছু নিয়ে আসার ঝামেলা থাকবে না, যা তাদের সময় বাঁচাতে সহায়তা করবে। কলম ব্যবহারের মাধ্যমে তারা আরও দ্রুত এবং কার্যকরভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারবেন।

তবে নতুন নিয়মের কারণে কিছু পরীক্ষার্থী এবং শিক্ষক উদ্বেগ প্রকাশ করে জানান, কলম ব্যবহারের ফলে লিসেনিং, রিডিং এবং রাইটিং অংশে ভুল হলে তা সংশোধন করা কঠিন হবে। বিশেষত, রাইটিং অংশে নতুন শব্দ বা ভুল সংশোধন করার ক্ষেত্রে সমস্যা হতে পারে, কারণ কলম দিয়ে লেখা মুছে ফেলা সম্ভব নয়।

গণমাধ্যমকে এ বিষয়ে আইইএলটিএসের শিক্ষক মোস্তাকিম শুভ বলেন, পেনসিল ব্যবহারের ফলে পরীক্ষার্থীরা সহজেই ভুল সংশোধন করতে পারতেন, কিন্তু কলম ব্যবহার করলে এই সুবিধা থাকবে না। বিশেষত রাইটিং অংশে নতুন শব্দ বা সংশোধন করা কঠিন হবে। তার পরামর্শ, যদি আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল অতিরিক্ত উত্তরপত্র প্রদান করে, তবে পরীক্ষার্থীরা এ সমস্যা থেকে মুক্তি পাবেন এবং জায়গা নিয়ে সমস্যা কম হবে।