প্রাণ দিয়ে পরকীয়া প্রেমের মূল্য চোকাতে হলো খাদিজা বেগম (২৮) নামে এক গৃহবধূকে। পরকীয়া প্রেমিকের ভাইয়ের লাঠির আঘাতে নিহত হন খাদিজা।
ঘটনাটি ঘটেছে নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামে। এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পিরোলী গ্রামের রোমিও সিকদারের স্ত্রী খাদিজা তাদের প্রতিবেশী জুবেল সিকদারের সঙ্গে পরকীয়ায় জড়ায়। এ নিয়ে স্বামীর সঙ্গে কলহের এক পর্যায়ে ২২ ডিসেম্বর (রোববার) দুই সন্তানের মা খাদিজা প্রেমিক জুবেল সিকদারের বাড়ি গিয়ে ওঠে। সেখানে অবস্থানকালে পরদিন ২৩ ডিসেম্বর (সোমবার) জুবেলের বড় ভাই জাহিদুল সিকদার খাদিজাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে খাদিজা গুরুতর আহত হলে জুবেলের পরিবারের লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ডিসেম্বর বুধবার খাদিজা মারা যান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে খাদিজার বাবার বাড়ির লোকজন যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামে তাদের গ্রামে নিয়ে যাওয়ায় ঘটনাটি এলাকায় বিলম্বে জানাজানি হয়।
খবর পেয়ে বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কিশোর রায়, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত আটকের আশাবাদ ব্যক্ত করেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম।