ভারতে বিয়ের ক্ষেত্রে নানান আচার-অনুষ্ঠান পালন করা হয়। খরচ করা হয় মোটা অঙ্কের টাকা।
ডেইলি জার্নালে প্রকাশিত এক সংবাদ বলছে, নিউ দিল্লিতে ভাবনা পালিওয়াল পাত্র-পাত্রী সম্পর্কে খোঁজ নিতে ঠিক এই গোয়েন্দাগিরি করছেন।
বিয়ের আগে পাত্র-পাত্রী সম্পর্কে খোঁজ নিতে রীতিমতো গোয়েন্দাগিরি করার রীতি বেশ জনপ্রিয় হয়ে উঠছে ভারতে। পাত্র-পাত্রীকে জীবনসঙ্গী হিসেবে খুঁজে নিতে ম্যারেজ ডিটেকটিভ এজেন্সির সঙ্গে যোগাযোগ করছেন অনেকেই।
ডেইলি জার্নালে দেয়া এক সাক্ষাৎকারে চাকুরিজীবী শিলা জানান, যখন তার মেয়ে নিজের প্রেমিককে বিয়ে করতে চায় তখন তিনি ভাবনার সাথে যোগাযোগ করেন। শিলা বলে, “আমার ভালো ঘরে বিয়ে হয়নি। আমার মেয়ে যখন তার প্রেমিকার কথা জানালো, তখন আমিও সেটা মেনে নিয়েছিলাম। তবে আমি ভালোভাবে খোঁজ নিয়ে দেখতে চেয়েছিলাম।”
প্রায় ২ দশক আগে তেজাস ডিটেকটিভ এজেন্সি নামক প্রতিষ্ঠানটি খোলা হয় যেখানকার টিম মাসে প্রায় আটটি কেস তদন্ত করে। ভাবনা জানান, একবার এক হবু বর দাবি করেছিলো যে তিনি মাসে ৭০ হাজার ৭০০ ডলার আয় করেন। যদিও বাস্তবে তদন্ত করে দেখা যায়, তিনি মূলত ৭ হাজার ৭০ ডলার আয় করেন।