ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের ভিডিওটি নিয়ে যা জানা গেল

::
প্রকাশ: ৩ দিন আগে
ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের সেই ভিডিও থেকে

ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের একটি ভিডিও নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অস্ত্র সাদৃশ্য বস্তু হাতে এবং মুখমণ্ডল ঢাকা অবস্থায় দুই ব্যক্তি মঞ্চে দাঁড়িয়ে আছেন। আর মাঝখানে মাইকে মুখমণ্ডল ঢাকা এক ব্যক্তি আরবি ভাষায় বক্তৃতা দিচ্ছেন।

ভিডিওটি যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বলে জানা গেছে।

‘ডা. ইলিশ নজরুল’ নামে একটি ফেইসবুক আইডি থেকে ১৮ ডিসেম্বর রাতে ভিডিওটি পোস্ট করা হয়। শিরোনামে লেখা হয়, ‘দেশে জঙ্গির অবাধে চাষবাস’, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ ভিডিওটি অনুষ্ঠানের একটি অভিনয়ের অংশ বলে দাবি করেছে।

যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষাসচিব হুজুর মাকফুর রহমান গণমাধ্যমকে জানান, ১৬ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত মাদ্রাসায় বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের একটি অংশে আরবি ভাষায় বক্তৃতা দেওয়া একটি অভিনয় ছিল, যা “যেমন খুশি তেমন সাজো” অনুষ্ঠানের অংশ হিসেবে পরিবেশন করা হয়।

মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি লুৎফুর রহমান ফারুকী বলেন, ১৬ ডিসেম্বর মাদ্রাসা প্রাঙ্গণে আজীবন সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয় এবং একই মঞ্চে বার্ষিক আঞ্জুমান আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য বিভিন্ন আয়োজন করা হয়, যার মধ্যে এই অভিনয়ও অন্তর্ভুক্ত ছিল। তিনি আরও বলেন, “ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের লড়াই-সংগ্রামের বিষয়টি শিক্ষার্থীরা অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেছে।”

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, তিনি ভিডিওটি দেখেছেন এবং মাদ্রাসার ছাত্রদের একটি প্রতিযোগিতার অংশ হিসেবে এটি অভিনয় করা হয়েছে, যেখানে তারা ডামি অস্ত্র ব্যবহার করেছে।