বাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরামের শপথ গ্রহণ

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ সপ্তাহ আগে

বাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরাম শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন কমিটি তার যাত্রা শুরু করেছে।

রাজধানীর মাদার তেরেজা ভবনে শনিবার (ডিসেম্বর ৭) সভাপতি অমল মিল্টন রোজারিও এবং সাধারণ সম্পাদক রক রোনাল্ড রোজারিও’সহ মোট ১২ জন সদস্য শপথ গ্রহণ করেন।

তাদের শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ।

ফোরামের অন্য সদস্যদের মধ্যে রয়েছে পিউস ছেড়াও (সহ-সভাপতি) এবং হেলেন কাপালী (সহ-সভাপতি), জেনীভিয়েভ রোজারিও (সহ-সাধারণ সম্পাদক), হিমেল রোজারিও (কোষাধ্যক্ষ), জ্যাষ্টিন গোমেজ (প্রকাশনা সম্পাদক), শিপ্রা গমেজ (ধর্মীয় সম্পাদক), গিলবার্ট গমেজ (আন্তর্জাতিক সম্পাদক) এবং মালা রিবেরু (সদস্য), ম্যানুয়েল ডি প্যারেস (সদস্য) ও পলিন ফ্রান্সিস (সদস্য)।

শপথ গ্রহণ অনুষ্ঠানে আর্চবিশপ বিজয় বলেন, আমরা যেন মানব মর্যাদা রক্ষায় আমাদের লেখনী শক্তি কাজে লাগাই। আমরা যেন একতাs ও ভালোবাসার বন্ধের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে পারি।

অনুষ্ঠানে সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদক ফাদার বুলবুল বলেন, আমরা যেন লেখার সংস্কৃতে নিজের আরো বেশী বেশী করে যুক্ত করতে পারি। নবীন-প্রবীনের সমন্বয়ে গঠিত এবারের কমিটির কাছে আশা রাখবো আমাদের এই ফোরামকে আরো বেশী ব্যপ্তী করবে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, আপনারা যারা নির্বাচিত হয়েছেন আপনাদের আপনাদের দায়িত্ব অনেক। আপনারা এই সমাজকে প্রতিনিধিত্ব করবেন। আপনার লেখকের সংখ্যা ও জাতীয় পর্যায়ে আপনাদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে।

পরে লেখকরা মতবিনিময় করেন।

 


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের  লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]