মোহাম্মদ আব্দুল আজিজের গীতি কবিতা ‘শীতের হিমবায়’

::
প্রকাশ: ২ সপ্তাহ আগে

শীতের হিমবায়
মোহাম্মদ আব্দুল আজিজ

শীতের হিমবায়
তুষারধবল গায়
তুষার মেয়ে ওঠল নেয়ে চায়ের পেয়ালায়।।

মিঠা মিঠা রৌদ
দেয় যে সুখবোধ
পৌষপার্বণের পিঠাপুলি খেতে মন চায়।
শীত শীত করে
গায়ে কাঁপন ধরে
শীতের ডরে দাদুর এবার পরান রাখা দায়।
ঝিরিঝিরি বায়
পাতার নাচন পায়
মর্মরিয়ে গাছের পাতা ধরাতে লুটায়।
ফুলগুলো সব ঝরে
গাছগুলো যেন মরে
ঐ ঝরাবনে গাছগাছালি ঘুমের দেশে যায়। ঐ

পাখপাখালির ছা
মুখেতে নেই রা
ন্যাংটা গাছে উদোম গায়ে উষ্ণ আদর চায়।
ছোট কোলের বাবু
শীতে কেমন কাবু
বুকের মাঝে জড়িয়ে রাখে আদরিনি মায়।
ঘুম জড়িয়ে আয়
লেপ মুড়িয়ে গায়
গভীর রাতে গৃহবাসী বেঘোরে ঘুমায়।
নীলাকাশের তারা
দেয় যেন পাহারা
কোন পড়শী রাত্রি জেগে মৃদঙ্গ বাজায়? ঐ

হাজার গাড়ির বহর
তুষার ঢাকা শহর
চাঁদনি রাতে ঝলমলিয়ে হাসে জোছনায়।
বরফ গলে যদি
হয় যেন তা নদী
গৃহহারা পিপীলিকা ভাসে পাতার নায়।
সাদা মেঘের ধারে
সূর্য উঁকি মারে
তুষার কণা আলো পেয়ে হেসে মরে যায়।
ভোরের কুয়াশায়
তুষার মেখে গায়
তুষারঢাকা পথটি ধরে কোন রূপসি যায়? ঐ

 

গীতিকার: মোহাম্মদ আব্দুল আজিজ (আজীজ আহমেদ, আব্দুল আজিজ)
লেখক, ছড়াকার, গীতিকার ( বাংলাদেশ টেলিভিশন, রামপুরা ঢাকা ও বাংলাদেশ বেতার, সিলেট)।
গ্লোবাল সার্টিফাইড মাইক্রোসফ্ট অফিস প্রশিক্ষক।
কুয়িন্স, নিউ ইয়র্ক, ইউএসএ।

[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের  লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]