ঈদের গাড়ি চলছে বাড়ি আয় রে সবে আয়, হাসিখুশির বোঝাই গাড়ি যায় রে ছুটে যায়। (।।) টিকেট ছাড়া যেতে পার মনের সুখে গেতে পার নাচেগানে নেই তো বাধা ভুলেও হেথা নেই যে কাঁদা চলছে গাড়ি খুব বাহারি চলছে মৃদু বায়, ঐ পথের মাঝে আছে থামা করতে পার উঠানামা মোরগ কিবা গরু, খাসি খাবার আছে রাশি রাশি ইচ্ছে মত খেতে পারো যখন মনে চায়, ঐ মারছে গাড়ি উঁচুনিচু নেই তো বাধা আগুপিছু ঈদের গাড়ি ঢংঢং সবার মনে কত রং চাঁদের পরি মুক্তো দাঁতে হেসেই মরে যায়। ঐ
গীতিকার: মোহাম্মদ আব্দুল আজিজ (আজীজ আহমেদ, আব্দুল আজিজ) লেখক, ছড়াকার, গীতিকার ( বাংলাদেশ টেলিভিশন, রামপুরা ঢাকা ও বাংলাদেশ বেতার, সিলেট)। গ্লোবাল সার্টিফাইড মাইক্রোসফ্ট অফিস প্রশিক্ষক। কুয়িন্স, নিউ ইয়র্ক, ইউএসএ।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]