রূপগঞ্জে যেংদা কারখানার বিষাক্ত বর্জ্য ও ধোঁয়া বন্ধ চায় এলাকাবাসী

:: মো. নুর আলম, রূপগঞ্জ ::
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যেংদা নামক একটি ব্যাটারি শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য, ধোঁয়া ও কারখানার দূষিত পানি এলাকার পরিবেশ দূষিত করছে। কারখানাটি সরকারি খাল দখল করে জলাবদ্ধতারও সৃষ্টি করেছে। এসব বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

রোববার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা সিলেট-মহাসড়কের তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে যেংদা ব্যাটারি কারখানা কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে কারখানার বিষাক্ত বর্জ্য, ধোয়া ও কারখানার দুষিত পানি সরকারি খাল ফেলায় মৈকুলিসহ আশেপাশের ৫ গ্রামের বিভিন্ন বয়সের প্রায় কয়েকশ মানুষ শ্বাস কষ্ট, হাঁপানিসহ বিভিন্ন চর্ম রোগে আক্রান্ত হয়েছে । এসমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে তারা যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

 


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]