বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মুক্তির দাবিতে লণ্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বৃটেনের সনাতনী হিন্দু সম্প্রদায়।
স্থানীয় সময় মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশের সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারীকে মিথ্যা মামলার আসামী করে আটকের প্রতিবাদে লণ্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বৃহত্তর লন্ডনের সনাতনী সম্প্রদায়ের সদস্যবৃন্দ। কর্মদিবসে তাৎক্ষণিক ছুটি নিয়ে দলে দলে বিক্ষোভ সমাবেশে যোগ দেন লন্ডনের বিভিন্ন হিন্দু সংগঠনের সদস্যবৃন্দ।
‘চিন্ময় প্রভু জেলে কেন?’ ‘চিন্ময় প্রভুর মুক্তি চাই’ সহ হিন্দুদের আটদফা দাবির সমর্থনে শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল ২৮ কুইনস্ গেইট এলাকা।
সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা চিন্ময় প্রভুর নি:শর্ত মুক্তি, হিন্দুসম্প্রদায়ের উপর অত্যাচার, নিপীড়ন বন্ধ ও আট দফা ন্যায্য দাবি অনতিবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বাণ জানান।
বক্তারা বলেন, সনাতনী হিন্দুসম্প্রদায়ের উপর নৃশংস অত্যাচার অব্যাহত থাকলে সারা বিশ্বজুড়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
পরে সমাবেশের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে হাইকমিশন বরাবর স্মারকলিপি প্রদান করেন।
প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]