দেশি নায়িকাদের সিডিউল পাচ্ছেন না শাকিব খান!

:: আনন্দধারা প্রতিবেদক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

দেশের প্রেক্ষাগৃহে ১৫ নভেম্বর থেকে চলছে সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘দরদ’। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। শুক্রবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে একঝাঁক তারকা নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন শাকিব।

এদিন বিদেশি নায়িকাদের সাথে কাজ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, ‘আমি নিজেই দেখি নায়িকাদের সিডিউল পাচ্ছি না। যেহেতু বছরে দুই তিনটা ছবি করি, তাই আমার সিডিউলও বেশি লাগে। কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে, তারা অনেক বেশি কাজ করে, এ জন্য তাদের ব্যস্ত থাকতে হয়। তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে।’

দরদ দিয়ে ফের প্রমাণ হলো ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হওয়ার অপশন বেশি থাকে বলেও মন্তব্য করে ঢাকাই ছবির নায়ক।

তিনি বলেন, ‘এ বছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন দরদের। তার মানে বোঝা যায় ঈদের বাইরেও ছবি সুপারহিট হয়। ইনফ্যাক্ট, আমার ক্যারিয়ারে যত বিগ হিট সিনেমা এসেছে; যেমন প্রিয়া আমার প্রিয়া, কোটি টাকার কাবিন- এমন যতগুলো বিগ হিট সিনেমা এসেছে, সবগুলোই কিন্তু ঈদ ছাড়াই এসেছে।

অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমায় শাকিব খান, সোনাল চৌহান ছাড়াও অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব। ওপার বাংলা থেকে রয়েছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন প্রমুখ।