মোহাম্মদ আব্দুল আজিজের কবিতা ‘সেখানে মন যেতে চায়’

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

সেখানে মন যেতে চায়
মোহাম্মদ আব্দুল আজিজ

সেখানে মন যেতে চায়
আমার প্রাণ যেতে চায়
যেখানে শাপলা ভাসে ঝিলের জলে,
সেখানে মন যেতে চায়
আমার প্রাণ যেতে চায়
যেখানে পদ্ম হাসে দীঘির জলে।

যেখানে নদী বহে গাঁয়ের পাশে
যেখানে নিত্য খেলে পাতিহাঁসে
ও রে! যেখানে দোয়েল শ্যামা গায়
যেখানে মাঝির তরী ছুটে যায়
যেখানে গাঁয়ের পথে পথিক চলে। ঐ

যেখানে মাঠে মাঠে সবুজ ধান
যেখানে শান্তি আছে অফুরান
ও রে! যেখানে সোনা ফলায় চাষি
যেখানে রাখাল বাজায় বাঁশি
যেখানে গাঁয়ের বধূ জলকে চলে। ঐ

যেখানে গ্রামখানি ছবির মত
যেখানে মায়াভরা মায়ের মত
ও রে! যেখানে গাছের ছায়াঢাকা
যেখানে মনের সব ছবি আঁকা
যেখানে সন্ধ্যা হলে জোনাক জ্বলে। ঐ

 

কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, কুয়িন্স, নিউ ইয়র্ক, ইউএসএ।

 

বিস্তারিত পরিচয়:
মোহাম্মদ আব্দুল আজিজ (আজীজ আহমেদ, আব্দুল আজিজ)
লেখক, ছড়াকার, গীতিকার (বাংলাদেশ টেলিভিশন, রামপুরা ঢাকা ও বাংলাদেশ বেতার, সিলেট)।
গ্লোবাল সার্টিফাইড মাইক্রোসফ্ট অফিস প্রশিক্ষক।
কুয়িন্স, নিউ ইয়র্ক, ইউএসএ।

 


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]