সাকিবকে ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

:: স্পোর্টস ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৬ দিন আগে
সাকিব আল হাসান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৬ নভেম্বর দুই দল মুখোমুখি হবে।

এই সিরিজের আগে থেকে জল্পনা-কল্পনা হচ্ছিলো সাকিবের খেলার বিষয়ে। আসন্ন সিরিজটি ওয়ানডে সংস্করণের হওয়ায় সাকিব আল হাসান খেলবেন কি না এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো সব মহলেই।

যদিও শুক্রবার (১ নভেম্বর) সাকিবকে বাদ দিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক রেখেই এই দল ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

যদিও দক্ষিণ আফ্রিকা সিরিজের পর অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত দিচ্ছিলেন শান্ত।

এই স্কোয়াডে লিটন দাস বাদ পড়লেও দীর্ঘদিন দলের বাইরে থাকা সৌম্য সরকার ডাক পেয়েছেন। এছাড়াও প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার নাহিদ রানা।

এর আগে সাকিবের বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, ‘সাকিব যখন চেষ্টা করেও দেশে শেষ টেস্ট খেলতে পারল না, এর পর থেকে মনে হয় সে অনুশীলনেও খুব একটা নেই। নিজেকে প্রস্তুত করতে কিছু সময় দরকার তার। এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়ে যায়নি, তবে পরের সিরিজে তার খেলার সম্ভাবনা কম। বলছি না যে খেলবে না নিশ্চিত হয়ে গেছে, তবে মিস করার সম্ভাবনাই বেশি। এটা তার মানসিক অবস্থার ওপর নির্ভর করে।’

১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড:
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।