তরুণীর স্পর্শকাতর ছবি ছড়ানোর হুমকি দিয়ে ব্ল্যাকমেইল, অবশেষে

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

ফেসবুক আইডি হ্যাক করে তরুণীর ব্যক্তিগত ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কয়েক দফায় টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতের নাম রাশেদুল ইসলাম(২৭)।

শুক্রবার বরিশালের বাবুগঞ্জ এলাকা থেকে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার একটি টিম তাকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল, ৪টি সিম কার্ড, ১টি ল্যাপটপ এবং ১টি পেনড্রাইভ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিআইডির সাইবার সেন্টারের বিশেষ পুলিশ সুপার এস এম আশরাফুল আলম বলেন, ২০২১ সালের নভেম্বর মাসে ভিকটিম তানিয়ার (ছদ্মনাম) ফেসবুক ম্যাসেঞ্জারে একটি লিংক আসে। লিংকে ক্লিক করে না বুঝেই তার ফেসবুক ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে তানিয়া। ঠিক তখনই ঘটে বিপত্তি, তানিয়ার ফেসবুক আইডির পাসওয়ার্ড চলে যায় হ্যাকার এর দখলে। এরপর হ্যাকার তানিয়ার ফেসবুক থেকে কিছু ব্যক্তিগত ছবি সংগ্রহ করে সেগুলো তার আত্মীয় স্বজন ও পরিচিত লোকদের মাঝে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েক ধাপে কৌশলে অর্থ হাতিয়ে নেয়।

তিনি জানান, হ্যাকার তার পরিচয় গোপন করার জন্য ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা নেয়। এ ঘটনায় ধানমন্ডি থানার ভুক্তভোগীর দায়েরকৃত মামলার ও ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে সিআইডির সাইবার পুলিশ সেন্টার হ্যাকারকে বরিশালের বাবুগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার হয়।

সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি এই অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া অতীতে সে একাধিকবার বিভিন্ন মেয়েকে একইভাবে ব্ল্যাকমেইল করেছে। গ্রেপ্তারকৃত আসামি এবং জব্দকৃত আলামত ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়।

হ্যাকারদের ফাঁদ থেকে ফেসবুক আইডি রক্ষায় সিআইডির পরামর্শ
সিআইডির সাইবার সেন্টারের বিশেষ পুলিশ সুপার এস এম আশরাফুল আলম বলেন, ফেইসবুক ম্যাসেঞ্জারে অপরিচিত লোকদের কাছ থেকে আসা কোন লিংকে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ফেইসবুকে লগইন করা যাবে না। কোন স্পর্শকাতর ছবি ডিজিটাল ডিভাইস বা মাধ্যমে সংরক্ষণ করা ঠিক না। এছাড়া কেউ এ ধরনের ব্ল্যাকমেইলের স্বীকার হলে যত দ্রুত সম্ভব সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সহায়তা দেন এই পুলিশ কর্মকর্তা।