‘সরাসরি সম্প্রচার হবে জুলাই গণহত্যার বিচার’

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১৩ ঘন্টা আগে
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই গণহত্যায় দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। জুলাইয়ের গণহত্যার মতো এমন গণহত্যার নজির কোথাও নেই।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, জুলাই ও আগস্টে আওয়ামী ফ্যাসিস্ট সরকার নৃশংসভাবে শান্তিকামী মানুষকে নির্বিচারে হত্যা করেছে।

তিনি বলেন শান্তিকালীন সময়ে এমন গণহত্যা উপমহাদেশের ইতিহাসে কোথাও ঘটেনি। এসব গণ হত্যার বিচারের জন্য আন্তর্জাতিক মানের আদালত গঠন করা হচ্ছে। বিচারকার্য সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান আসিফ নজরুল।

উপদেষ্টা জানান, সংস্কার শেষে আগামী ১ নভেম্বর ট্রাইব্যুনালের মূল ভবনে বিচার কাজ শুরু হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব সাংবাদিকের বিরুদ্ধে গণ হত্যার উস্কানীদাতা হিসেবে অভিযোগে নাম এসেছে তাদের সুবিচার করা হবে।