৬৫০ টাকায় মিলবে ১০ নিত্যপণ্য

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ মাস আগে

আগামীকাল ঢাকার ২০টি স্পটে ৬৫০ টাকার প্যাকেজে ১০ পণ্য পাওয়া যাবে। এমনটি জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

মঙ্গলবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত ঢাকার ২০ স্পটে পাওয়া যাবে এ প্যাকেজ পণ্য।

প্যাকেজের ১০টি পণ্যের মধ্যে থাকছে- ডিম ১ ডজন, করলা ১ কেজি, আলু ১ কেজি, পটল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, লাউ ১ টি, পেঁপে ১ কেজি, কচুর মুখি ১ কেজি, কাঁচা মরিচ ১ কেজি, মিষ্টি কুমড়া এক টুকরো।

ঢাকার যে ২০ স্পটে পাওয়া যাবে পণ্য- মহাখালী বাস টার্মিনাল, মানিক মিয়া এভিনিউ,মুগদা উত্তর, বেগুনবাড়ী, মিরপুর-১০, মুগদা দক্ষিণ, উত্তরখান, বাসাবো, হাজারীবাগ, দক্ষিণখান, বসিলা, মোহাম্মদপুর, কামরাঙ্গীরচর, রায়েরবাজার, গাবতলী, রামপুরা, রাজারবাগ, পলাশী মোড়, জিগাতলা।

এসব পয়েন্টে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত পণ্য বিক্রি করা হবে।