শরৎ | জাহান আরা খাতুন

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৩ মাস আগে

শরৎ
জাহান আরা খাতুন

১.
আকাশ নীলে সাদা মেঘের জলসা- আয়োজন
শিউলি, কাশ আর শাপলা ফুলে খুশির গুঞ্জন।
সোনারোদের আল্পনাতে
শিশির জ্বলে আঙিনাতে
রাত নিঝুমে নিশুত নিরল জোছনা ভেজায় মন।


২.
হাসি হাসি শিউলির মৌ মৌ গন্ধ
কাশ ফুলে বাতাসের ঝিরিঝিরি ছন্দ।
খেতে খেতে সবুজের প্রাণ প্রাণ উৎসব
ঘাসে ঘাসে শিশিরে ঝিলমিল কলরব।
মায়া মায়া জোছনার অপরূপ বৃষ্টি
গাছে গাছে পাকা তাল মধু মধু মিষ্টি!


৩.
স্নিগ্ধ হেসে শহর গাঁয়ে
সাদা মেঘের পানসি নায়ে
শিউলিবনের ছায়ে ছায়ে
শরৎ এলো অই
নিঝুম নিঝুম নদীর পাড়ে
নিরল নিরল বনবাদাড়ে
সবুজ সবুজ মাঠের ধারে
কাশবনে হই চই!

লেখিকা: জাহান আরা খাতুন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]